২ জুলাই শনিবার রাত ৮:০০ টায় ডোম পাড়ার সন্ত্রাসী সুভাসকে বাকিতে সিগারেট না দেওয়ায়, ৩০-৩৫ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীদল কাউন্সিল পাড়ার রংধনু মার্কেটের (শুভেচ্ছা স্কুলের পাশে) ব্যবসায়ী মশিউর রহমানের ওপর চড়াও হয় ও সশস্ত্র হামলা চালায়। এতে মশিউর রহমান মারাত্মক ভাবে আহত হয়, তার বাম হাতে ধরালো রামদা দিয়ে কোপ দেয়া হয় সেখানে ৩ টি সেলাই দেওয়া হয়েছে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে বেদম প্রহার করা হয়, বর্তমানে সে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি আছে। লাঠিসোটা দিয়ে দোকানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে ও ক্যাশ বাক্স থেকে নগদ টাকা লুটপাট করা হয়েছে। পার্শ্ববর্তী দোকানদার জানান ” শহরের প্রাণকেন্দ্রে জনসম্মুখে এভাবে সন্ত্রাসী হামলা হলে, প্রাণ ভয়ে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে”।
এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে, আশেপাশের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তারা অবিলম্বে এই সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।
এম/এস