• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

রাঙামাটিতে উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে শেফা ডায়াগনস্টিক সেন্টার’র যাত্রা শুরু

শাহ আলম, নিজস্ব প্রতিনিধি (রাঙ্গামাটি): / ৩৭৮ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২

 রাঙামাটিতে চিকিৎসা সেবার মান আরো উন্নত ও উন্নয়নের লক্ষ্যে ফ্রি চিকিৎসার মাধ্যমে শেফা ডায়াগনস্টিক সেন্টার যাত্রা শুরু করেছে।

শক্রবার (০১ জুলাই) সকালে রাঙামাটি শহরের বাণিজ্যিক এলাকার বনরুপার রহমান মার্কেটের ২য় তলায় অত্যাধুনিক শেফা ডায়াগনস্টিক সেন্টার’র আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন, চট্টগ্রাম ইনষ্টিটিট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. নুপুর কান্তি দাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি সোলায়মান চৌধুরী, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আবু সৈয়দ, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. প্রলয় মল্লিক (আকাশ), বনরূপা রহমান মার্কেটের সত্ত্বাধিকারী মো. আফসার আলম, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মিন্টু, শেফা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ এমদাদুল ছালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেফা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ এমদাদুল ছালেক জানান, আগে কোনো উন্নত ডায়াগনস্টিক সেন্টার না থাকায় মানুষজন চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার জন্য শহরে যেতে হতো। এ কথা চিন্তা করে রাঙামাটি শহরে আমরা উন্নত ও ডিজিটাল মেশিন দিয়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি চালু করে করেছি। এখানে প্যাথলজি, সেরোলজি, মাইক্রোবেটিক, বায়োকেমেস্ট্রি (অটো এনালাইজার), ডায়াবেটিক এইচবিএসি নির্ণয়, ফোরডি কালার আল্ট্রাসনোগ্রাফী, ফোরডি ইকোকার্ডিওগ্রাফী, ডিজিটাল এক্সওে, এন্ডোসকপি, ই.সি.জি হরমোন, টিকাদান, হোম সার্ভিস সহ ইত্যাদি সার্ভিস দেওয়া হবে। এই ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের মাধ্যমে রোগীদের আগের তুলনায় আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ