রামগড় প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধিদের বকেয়া বেতন পরিষদ সহ ৯ দফা দাবিতে মানববন্ধন করে।
আজ ৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায় রামগড় সেলস অফিসার অ্যাসোসিয়েশন এর ব্যানারে ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশ্বে রামগড় উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৯ দফা দাবির মধ্যে বাংলাদেশের সকল বিক্রয় প্রতিনিধিদের বকেয়া বেতন অনতিবিলম্বে পরিশোধ করতে হবে, মূল বেতন ১২০০০ বাড়ি ভাড়া ৫০০০ চিকিৎসা ১৫০০ দুপুরের খাবার বাবদ ৩১২০ টাকা এবং টিএ বিল মার্কেট অনুযায়ী দিতে হবে, চাকুরী স্থায়িত্ব করতে হবে, প্রাইভেট ফান্ড চালু, চাকরীচ্যুত করতে হলে তিন মাসের অগ্রিম বেতন দিতে হবে, কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা , বছরের ২টা বেতনের সমপরিমাণ উৎসব বোনাস এর দাবি উল্লেখযোগ্য।
সারাদেশের ন্যায় রামগড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখে রামগড় সেলস অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জহির, কোষাধক্ষ্য মোঃ শাহাদাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাধব মজুমদার প্রমুখ।