খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৫ জুন (শনিবার) দুপুরে দীঘিনালা জোন সদরে উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লে. রুম্মন পারভেজ (পিএসসি)।
উপকার ভোগীদের মধ্যে ছিলেন, ২ নং বোয়ালখালী ইউপি’র প্রদীপ বড়ুয়া, মেরুং ইউপি’র আমিরুল ইসলাম ও পাশ্ববর্তী এলাকার জহুরা বেগম।
উপকার ভোগীদের মধ্যে টাকার অভাবে মৃত মায়ের সৎকার, সন্তানের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও সন্তানের চিকিৎসা করাতে পারছিলেন না তাঁরা। এমতাবস্থায় দীঘিনালা সেনা জোন পাশে এসে দাঁড়ালে তাঁদের মুখে হাসি ফোটে। তাঁরা সকলেই বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল রুম্মন পারভেজ (পিএসসি) বলেন, দীঘিনালা জোন সব সময় অত্র এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের পাশে ছিলো আছে এবং থাকবে। তিনি উপকার ভোগীদের উদ্দেশ্যে আরও বলেন, আজ যে সহযোগিতা প্রদান করেছি তার ফলোআপ জানাবেন। যদি কাজ সম্পন্ন হতে আরো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো।
এম/এস