• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের প্রীতি ভোজ  পরিষদ ভবণ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানিকছড়িতে সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ

মাদারীপুরে ঘর থেকে উচ্ছেদ করতে সরকারের দেওয়া ঘরে আগুন

আরিফুর রহমান মাদারীপুর / ৬৪৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

আরিফুর রহমান মাদারীপুরঃ

বাড়ি থেকে উচ্ছেদ করতে সরকারের দেওয়া অসহায় রাজিয়া বেগমের বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে আহত হয়েছেন একজন।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নেরর নয়াচর এলাকায় হাওলাদার বাড়িতে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত সেকেন হাওলাদারের স্ত্রী রাজিয়া বেগম গত এক বছর আগে মারা যান তবে মৃত্যুর আগে গৃহহীন থাকায় তাকে সরকারি একটি বসতঘর দেয়া হয়। রাজিয়া বেগম মারা যাওয়ায় সেই ঘরে তার ছেলে ইলিয়াছ হাওলাদার তার স্ত্রী, সন্তানদের নিয়ে বসবাস করছেন।

তবে বুধবার রাতে ঘরে কেউ না থাকায় জানালা খোলা থাকায় বাড়ি থেকে উচ্ছেদ করার পরিকল্পনায় আগুন দিয়ে বসতঘরসহ আসবাবপত্র পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় একজন আগুন নেভাতে এসে প্রতিপক্ষের হামলায় আহত হয় আমির হোসেন নামে একজন।

এ সময় তার কাছে থাকা স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত আমির হোসেন সদর উপজেলার পৌর এলাকার পিটিআই এলাকার মো. আবুল হোসেন মাতুব্বরের ছেলে।

ইলিয়াছ হাওলাদার জানান, আমার মা রাজিয়া বেগম মারা যাওয়ায় আমার মায়ের ঘরে আমার থাকি’ এই ঘর সরকারের দেয়া। আমার শেষ আশ্রয়স্থল পুড়িয়ে দিয়েছে।

আমি সঠিক তদন্ত চাই।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নুর মোহাম্মাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, ঘটনা শুনেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম এবং তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফউদ্দিন গিয়াস জানান, ‘সরকারের দেওয়া ঘরে যারা আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে’ আমি পরিদর্শনে যাবো তাদের প্রয়োজনে সরকারিভাবে আরও সহযোগিতা করার জন্য চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ