কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই অগ্নিকাণ্ডে ২টি ফার্নিচারের দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ ফার্নিচার ব্যবসায়ী জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ফজরের নামাজ পড়তে আসা মুছুল্লীরা ধোয়া দেখতে পেয়ে চিৎকার করলে চারিদিক থেকে মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেসময় ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
অগ্নিকান্ডে ২টি দোকানের ফার্নিচারসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।
দোকানের মালিক দেয়াড়া গ্রামের মৃত কামালউদ্দিন খাঁনের পুত্র রেজাউল ইসলাম জানান, অগ্নিকান্ডে দোকানে থাকা নতুন তৈরি করা ফার্নিচার, ফার্নিচার তৈরির বিপুল পরিমাণ কাঠ, আধুনিক ফার্নিচার তৈরির যন্ত্রপাতি পুড়ে ছাঁই হয়ে গেছে।
এম/এস