খাগড়াছড়ির দীঘিনালায় ভারি বর্ষনের ফলে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। উপজেলার বোয়ালখালী, কবাখালী ও মেরুং ইউপির নিম্নাঞ্চলগুলোতে পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে। যেকোনো দূর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। সে লক্ষ্যে দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পরিকল্পনা সভার আয়োজন কর হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় দীঘিনালায় যেকোনো ধরনের দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
১৯ জুন (রবিবার) উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।
এম/এস