রাজবাড়ীর গোয়ালন্দে ১০ গ্রাম হেরোইনসহ মো. নাজমুল শেখ (২৫) ও আনোয়ার হোসেন (২২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার এলাকার সিদ্দিক ডাক্তারের ঔষুধের ফার্মেসীর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর কোতোয়ালি থানার সারিং বাড়ী ভাটি লক্ষীপুর এলাকার সামাদ শেখের ছেলে মো. নাজমুল শেখ ও একই এলাকার কলম মোল্ল্যার ছেলে আনোয়ার হোসেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর মাতুব্বর দৌলতদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিক ডাক্তারের ঔষুধের ফার্মেসীর সামনে থেকে ১০গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাধ্যমে শুক্রবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এম/এস