বাংলাদেশ যাত্রা শিল্পী মালিক সমিতির দ্বি-বার্ষিক জাতীয় কাউন্সিল গতকাল ৪ জুন ২০২২ ঢাকার পুরানা পল্টনের দারুস সালাম আর্কেড মিলনায়তনে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। সারাদেশের প্রায় শতাধিক যাত্রা দলের মালিকগন এ সম্মেলনে যোগদান করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ পরিচালক আমিনুর রহমান সুলতান। প্রধান বক্তা ছিলেন যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের মিলন কান্তি দে। সভাপতিত্ব করেন যাত্রাদল মালিক এম এ মান্নান। বক্তব্য রাখেন বিশিষ্ট কথা সাহিত্যক ও সিনিয়র সাংবাদিক রোস্তম মল্লিক, এম আলম লাবলু,বজলুর রহমান মিলন,টিএইচ আজাদ প্রমুখ।
দ্বিতীয় পর্বে সর্ব সন্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যাত্রা শিল্পী মালিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটি নিন্মরুপঃ সভাপতি এম এ মান্নান,কার্যকরী সভাপতি এম আলীম,সিনিয়র সহসভাপতি মাসুদুল হক বাচ্চু,সহসভাপতি ওয়াসিম আসনা, গোলাম মোস্তফা আইনুল ইসলাম ও মধু মিয়া। সাধারণ সম্পাদক এম আলম লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,গোলাপ হোসেন,সহ সম্পাদক খোকন সাহা,আব্দুর রাজ্জাক, অমর রায়,সাংগঠনিক সম্পাদক টি এইচ আজাদ কালাম,সহ সাংগঠনিক সম্পাদক সুকেশ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সৌমেন রায়,সহ সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম বন্ধু, মহিলা সম্পাদক শাহীনুর আক্তার লক্ষী,সহ মহিলা সম্পাদক সাগরিকা মন্ডল,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন,বীর প্রতিক,দপ্তর সম্পাদক আঃ আজিজ ফকির,কোষাধ্যক্ষ জলিল হোসেন নবু,সমাজ কল্যাণ সম্পাদক সমীর কুমার সিকদার।
নির্বাহী সদস্য-গাজী আনোয়ার হোসেন, প্রিন্স মন্জু মন্ডল,ইদ্রিস রায়হান,মোরশেদা বেগম,নয়ন শেখ,স্বপন আহমেদ, মোঃ আব্দুর রাজ্জাক ও অনন্ত দাস।সম্মেলনটি সঞ্চালন করেন ত্রিমুনি খান রীনো।
এম/এস