• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাণী দয়াময়ী স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেয়া হয়নি, এখন হাসিনার চিকিৎসা করবে কে? – সাবেক এমপি হাবিব বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন

গুইমারাতে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: / ২০৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩০ মে, ২০২২

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গুইমারার আয়োজনে, সোমবার (৩০মে) দুপুর ১২টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ আনসার ব্যাটালিয়ন, কুমিল্লাটিলা খাগড়াছড়ির পরিচালক মোঃ জিয়াউর রহমান, জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব),আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম, উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির গুইমারা উপজেলা কর্মকর্তা আল আমিন। এছাড়া উপজেলা আনসার ও ভিডিপির অন্যান্য পদবীর সদস্য ও সদস্যাবৃন্দ এবং স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে, আনসার ও ভিডিপির গুইমারা উপজেলা কর্মকর্তা আল আমিন, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকান্ড স্ববিস্তারে বর্ণনা করে আনসার ও ভিডিপির ভাতা বৃদ্ধি ও রেশন ব্যবস্থা চালু করার দাবীসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি বলেন, গুইমারা উপজেলা আনসার ও ভিডিপির প্রস্তাবকৃত সকল দাবীসমূহের বিষয়ে তিনি তার উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি সকল আনসার ও ভিডিপিদের জনগণের পাশে থেকে যেকোনো পরিস্থিতিতে নিঃস্থার্থে হয়ে কাজ করার আহবান জানান।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ