আগামী ১৫ই জুন খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সিনিয়র নির্বাচন কমিশনার ও রির্টানিং অফিসার গুইমারা উপজেলা পরিষদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করেন।
গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেমং মারমার প্রতিক (নৌকা), ভাইস চেয়ারম্যান ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ (টিয়া পাখি), ভাইস চেয়ারম্যান (মহিলা) ঝর্ণা ত্রিপুরা (ফুটবল), ভাইস চেয়ারম্যান (মহিলা) ফাতেমা বেগম (কলস), ভাইস চেয়ারম্যান প্রার্থী কংজুরী মারমা (মাইক), ভাইস চেয়ারম্যান প্রার্থী মানেন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল), ভাইস চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম লিটন (তালা), প্রতীকে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন।
এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন আনারস প্রতীক, ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুজাইয়ু মারমা (দোয়াত কলম) প্রতীক পেয়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৪জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।
এর আগে গতকাল ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চাইথোয়াই চৌধুরী নামের ১ (চেয়ারম্যান) পদপ্রার্থী ও হ্লামাপ্রু মারমা নামের ১ মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এম/এস