খাগড়াছড়ির দীঘিনালায় “জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” প্রতিপাদ্যকে কেন্দ্র করে জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুমারি জরিপ ও কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে (বৃহস্পতিবার) ১২ টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিসংখ্যান সূত্র জানায়, বাংলাদেশে এবারই প্রথম অনলাইনের মাধ্যমে আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে গিয়ে পরিসংখ্যান কার্যালয়ের নিয়োগকৃত প্রতিনিধিরা তথ্য সংগ্রহ করবেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একে এম পেয়ার আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ প্রমূখ।
এম/এস