• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পথসভা সফল করতে গুইমারায় বিশাল স্বাগত মিছিল কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে বন মামলার আসামী সোহেল পাটোয়ারী( ভাঙা সোহেল) গ্রেফতার পাহাড়ি বাঙালির সম্প্রীতির বন্ধনে বসবাস করতে চাই-ওয়াদুদ ভূঁইয়া রাজস্থলীতে সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত কাপ্তাই ওয়াগ্গাছড়া টি বাগানে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত  বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে উপজেলা বিতর্ক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে জননেতা ওয়াদুদ ভূইয়া’র পথসভা গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ   দীঘিনালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনে প্রভাবহীন, স্বাভাবিক জনজীবন লামায় নিষিদ্ধ আওয়ামীলীগের মশাল মিছিল, গ্রেফতার ১ রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযান

উন্নয়ন বোর্ড চেয়ারম্যান কর্তৃক নানিয়ারচরে সোলার হোম সিস্টেম বিতরণ

মেহেদী ইমাম, নানিয়ারচর প্রতিনিধিঃ / ৩৪৮ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্ল (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সোলার হোম সিস্টেম বিতরণ করেছেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান।

বৃহস্পতিবার সকালে উপজেলার ১৮মাইল এলাকার শাসনোদ্বয় বন বিহার সংলগ্ন মাঠে ৪৩৪পরিবারের মাঝে ১০০মেগাওয়ার্ট বিদ্যুৎ সরবরাহের ক্ষমতাসম্পন্ন সোলার হোম সিস্টেম বিতরণ করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য (বাস্তবায়ন) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান, ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মাঝে উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, প্রকল্প সহকারী ও প্লানিং অফিসার মনতোষ চাকমা, স্থানীয় ইউপি সদস্য দিগন্ত চাকমাসহ হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার বলেন, পার্বত্য জেলা যেসব অঞ্চলকে আগামী ২০-২৫ বছরের মধ্যে যেসব এলাকা জাতীয় গ্রীডে যুক্ত করা সম্ভব নয়, সেসব এলাকায় বসবাসরত দরিদ্র জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে সৌর বিদ্যুৎ সরবরাহ করছে সরকার। তারই ধারাবাহিতায় এই এলাকার ৪৩৪পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বদিচ্ছাই ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতি-গোষ্ঠির পরিবারসমূহ সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ সেবা পাচ্ছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পার্বত্য চট্টগ্রামকে একটি উন্নত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন। আর আজ তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ