টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে আন্তার্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
মঙ্গলবার(৮ মার্চ)বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় বর্নাঢ্য
রেলিও রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে
উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার,কৃষি কর্মকর্তা সম্পা আক্তার, নির্বাচন অফিসার মোঃ মনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কবি ও শিক্ষক মোঃ সরোয়ার হোসেন। আলোচনা শেষে কিশোর কিশোরী ক্লাব এর শিল্পীদের পরিবেশনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম/এস