কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহকাটা পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২৯হাজার ১শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
শনিবার(৫ মার্চ)দিবাগত রাত এগারটায় বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানান,ওইদিন রাত ৮ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে শফিউল্লাহকাটা ক্যাম্প-১৬’র ৮এপিবিএন চেকপোস্টে সন্দেহজনক একটি নোয়া গাড়ী(যার নং চট্টমেট্টো চ-৫১-০৪৭৮) তল্লাশি করে একটি কালো ব্যাগে অভিনব কায়দায় লুকিয়ে রাখা নীল রংয়ের ১৪৫টি প্লাষ্টিকের প্যাকেট থেকে ২৯ হাজার ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় গাড়ী চালক টেকনাফ সদর ইউপি’র ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আমির হোসেন(২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,এপিবিএন’র এ কর্মকর্তা।
এম/এস