জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে লামা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন- লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বেড়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। এসময় বক্তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যথায় সরকারকে ক্ষমতার মসনদ থেকে পদত্যাগ করতে দাবী জানান।
এম/এস