বর্ণাঢ্য আয়ােজনে পালিত হলো বিজিবি দিবস ও গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে দুপুরে বর্ডার গার্ড হাসপাতালের সম্মেলন কক্ষে প্রীতিভােজের আয়ােজন করা হয়। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম রিদওয়ানুর রহমান। এসময় তিনি সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃংখলার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। পাশাপাশি বর্ডার গার্ড হাসপাতালের উত্তরােত্তর সাফল্য কামনা করেন।
বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লে: কর্ণেল মােহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিদুকছড়ি সেনা জােনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মোঃ ফয়সাল, বিজিবি গুইমারা সক্টরের জিটু মেজর মোঃ রাশেদ মাহমুদ, গুইমারা রিজিয়নের বি.এম মেজর মাহমুদ হাসান’সহ সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও দিবসটি উপলক্ষে সকালে পতাকা উত্তােলন, বিশেষ মােনাজাত সহ নানা আয়ােজনে দিবসটি পালিত হয়েছে।