• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: / ১৮৫ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

 

মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জোয়েল খাগড়াছড়ি জেলায় যোগদানের পর থেকে জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

এরই ধারাবাহিকতায় (১২নভেম্বর ) রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জোয়েলের সার্বিক দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে , টিম গুইমারা থানার এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গুইমারা থানাধীন ডাক্তার টিলা এলাকার শ্যামপ্রসাদের ভাড়া বাসা থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করা হয়।

এসময় মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত) এর কাছ থেকে তিন পিস এবং ফারুকের কাছ থেকে পাঁচ পিস মোট আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জানা যায় আসামীরা হলেন গুইমারা থানাধীন মুসলিমপাড়া গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত)ও চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন দলুই গ্রামের বশির আহমেদের ছেলে ওমর ফারুক।

পুলিশ সূত্রে জানা যায় মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত)কে তিন পিস ইয়াবা ট্যাবলেট সহ অত্র থানার রাজনৈতিক মামলা নং১/২৪এর ২৩ নং এজাহার নামীয় আসামী হিসেবেও গ্রেফতার দেখানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশীকালে তাদের কাছ থেকে মোট আট পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরো বলেন মাদকের বিরুদ্ধে গুইমারা থানার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ