• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে- ব্যারিস্টার মীর মো: হেলাল উদ্দিন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  জেএএফএস’র সহযোগিতায় মাইসছড়িতে ত্রাণ পেলো এক হাজার পরিবার রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ

গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: / ৫১ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

 

মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জোয়েল খাগড়াছড়ি জেলায় যোগদানের পর থেকে জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

এরই ধারাবাহিকতায় (১২নভেম্বর ) রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জোয়েলের সার্বিক দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে , টিম গুইমারা থানার এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গুইমারা থানাধীন ডাক্তার টিলা এলাকার শ্যামপ্রসাদের ভাড়া বাসা থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করা হয়।

এসময় মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত) এর কাছ থেকে তিন পিস এবং ফারুকের কাছ থেকে পাঁচ পিস মোট আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জানা যায় আসামীরা হলেন গুইমারা থানাধীন মুসলিমপাড়া গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত)ও চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন দলুই গ্রামের বশির আহমেদের ছেলে ওমর ফারুক।

পুলিশ সূত্রে জানা যায় মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত)কে তিন পিস ইয়াবা ট্যাবলেট সহ অত্র থানার রাজনৈতিক মামলা নং১/২৪এর ২৩ নং এজাহার নামীয় আসামী হিসেবেও গ্রেফতার দেখানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশীকালে তাদের কাছ থেকে মোট আট পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরো বলেন মাদকের বিরুদ্ধে গুইমারা থানার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ