আরিফুর রহমান, মাদারীপুর
জাতীয় শোক দিবস ও শোকের মাস উপলক্ষে মৈত্রী মিডিয়া সেন্টার সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসুচি হিসেবে আজ মাদারীপুর র্যাপ ক্যাম্পে ফলজাত ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর র্যাব ৮ এর কম্পানী কমান্ডার মোঃ তাজুল ইসলাম, মৈত্রী মিডিয়া সেন্টার কমিটির সভাপতি মাহবুবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন,দপ্তর সম্পাদক এমদাদুল হক মিলন, কার্যকারী সদস্য শাহাদাত হোসেন জুয়েল, সাংবাদিক আজাহার হোসেন, জুয়েল সহ মৈত্রী মিডিয়া সেন্টার কমিটি ও সদস্য। এছাড়াও শহরের বিভিন্ন যায়গায় বৃক্ষরোপণে মৈত্রী মিডিয়া সেন্টার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।