খাগড়াছড়ি জেলার মহালছড়ি সদর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে রতন কুমার শীল(নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান লাব্রেচাই মারমা আনারস প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় আওয়ামী লীগ কমিটির নিকট সাধারণ পদ সহ অব্যহতি প্রদানের সুপারিশের চিঠি প্রেরণ করা হয়েছে।
তবে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ড হতে মোছাঃ খোদেজা আক্তার (হেলিকপ্টার),মোছাঃ জোসনা বেগম (সুর্যমূখী ফূল), মোছাঃ ফূলবানু (তালগাছ), বর্তমান নারী সদস্য রিজিয়া বেগম(বই)। ৪,৫ ও ৬নং ওয়ার্ড হতে মোছা: জুলেখা বেগম (বই), মোছাঃ নার্গিস বেগম (সুর্যমূখী ফূল), সাউমা মারমা (হেলিকপ্টার), সানু মারমা (কলম)। ৭,৮ ও ৯নং ওয়ার্ড হতে বিনা প্রতিদ্বন্ধিতায় বর্তমান নারী সদস্য মোহিনীলতা পুনরায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ড হতে আবদুল হান্নান (লাটিম), মোঃ আব্দুল রশিদ (টিউবওয়েল), মোঃ আমির হোসেন (মোরগ), মোঃ জিয়াউর রহমান(ফুটবল), মোঃ সালাম মিয়া (তালা)। ২নং ওয়ার্ড হতে অপু দাশ (টিউবওয়েল), সরোজ চৌধুরী (মোরগ)। ৩নং ওয়ার্ড হতে আনোয়ার হোসেন(আনু-টিউবওয়েল), আনোয়ার হোসেন(আম্বর আলি-ফুটবল)। ৪নং ওয়ার্ড হতে বিনোদ বিহারী চাকমা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
৫নং ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ নরুন্নবী মুসল্লী (মোরগ), মোঃ শাহাদাৎ হোসেন (টিউবওয়েল)। ৬নং ওয়ার্ড অংহলা মারমা (ফুটবল), নাইন্দা মারমা (আপেল), মংশ্লিহ্লা মারমা (টিউবওয়েল)। ৭নং ওয়ার্ড হতে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বর্তমান মেম্বার তান্টু চাকমা ও ৮নং ওয়ার্ড হতে মানিকরঞ্জন খীসা পুনরায় নির্বাচিত হয়েছেন। ৯ নং ওয়ার্ড অনঙ্গ ত্রিপুরা (ফুটবল), কংহলাঅং মারমা (টিউবওয়েল), কান্দি মারমা (আপেল), দোঅংপ্রু মারমা (মোরগ)। তবে ভোটের মাঠের জরিপে তরুণ ভোটারসহ সবাই সৎ যোগ্য নেতৃত্ব, নিষ্ঠাবান, সৎ চরিত্রবান, মাদকাসক্তহীন, সময়ানুবর্তিতা, শিক্ষানুরাগী, নিকটাপন্ন, আদর্শযুক্ত, ক্রীড়ানুরাগী ব্যক্তিত্বের প্রার্থীর দিকেই ঝুঁকছে বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক ৫নং ওয়ার্ড হতে এক ভোটার বলেন আমার ভোট আমি দেবো, যথাসময়ে কেন্দ্রে এসে ভোট দেবো। নীতিহীন, আদর্শহীন, সময়ক্ষেপণ কারী, মাদকাসক্ত চরিত্রহীন বা অসৎ চরিত্রের কাউকে ভোট দেবো না। অন্য ওয়ার্ডের সকল ভোটারদের নিকট অনুরোধ করছি, আপনারাও এমন প্রার্থীকে ভোট দিয়ে আপনার ভোটাধিকার নষ্ট না করার।