• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দীঘিনালায় ভাঙ্গা ঘরে কষ্টে দিন কাটছে অসহায় আহমদ আলী পরিবারের রামগড়ে চার মাংস ব্যবসায়ীকে জরিমানা গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন-সভাপতি আজু শিকদার, সম্পাদক শহিদুল ইসলাম আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিলেন যামিনীপাড়া জোন রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা খাগড়াছড়ি বন বিভাগ দু’টি বন মোরগ উদ্ধার করে অবমুক্ত করলো প্রাকৃতিক বনে মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা পাহাড়ে অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সেনাবাহিনীর সহায়তা বিতরণ লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা লংগদুতে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ

মাটিরাঙ্গায় গ্রাম পুলিশে সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: / ১১১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষন কর্মশালা। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম ভার্চূয়ালী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও ২০২৪ এর গনঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষণ কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন । ফোকাল পার্সোনাল হিসেবে দায়িত্বভার পালন করছেন এম এম ইমরুল কায়েস । এছাড়াও এ কোর্সে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আসরাফ উদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ সসদস্য। তাই গ্রাম পুলিশ তৃনমুল পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই আগামীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ আবুল হাসনাত, উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এ বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ