পার্বত্য জেলাগুলোর মধ্যে সব চেয়ে বেশি আম উৎপাদন হয় খাগড়াছড়ির গুইমারা উপজেলায়। এই উৎপাদন লক্ষ্যমাত্র ঠিক রেখে আম চাষে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে উপজেলার অর্ধশতাধিক আম চাষীদের নিয়ে মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের আয়োজনে ও বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের সার্বিক সহযোগিতায় আম চাষী সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল কক্ষে বায়ার ক্রপ সায়েন্সের চট্টগ্রাম এরিয়া ম্যানাজার বিশ্ব নাথ মালাকার এর পরিচালনায় ও জাহাঙ্গীর ট্রেড্রার্স এর সত্বাধিকারী এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর এইচ গ্রুফের চীফ এগ্রিকালচার অফিসার কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। আম চাষীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন বায়ার ক্রপ সায়েন্সের রিজনাল ম্যানেজার কৃষিবিদ জাহিদুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র উপসহকারী কর্মকর্তা আবদুর রহিম, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর পরিবেশক ও হানিফ এন্টার প্রাইজের স্বত্তাধিকারী মো. হানিফ মিয়া প্রমূখ।