রামগড় সংবাদদাতা:
জেলার রামগড়ে পুত্রবধুকে শ্লীলতাহানির চেষ্ঠার অভিযোগে শ্বশুর আব্দুর রাজ্জাক (৫০) কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি ১নং রামগড় ইউনিয়নের হাতীরখেদা এলাকার মৃত চাঁনমিয়ার ছেলে বলে জানা গেছে।
সোমবার পুত্রবধুর দায়ের করা মামলার এজাহারে জানা যায়, গত মার্চ মাসে গ্রেফতারকৃত রাজ্জাক এর ছেলে ইউসুফের সাথে তার বিয়ে হয়। বিয়ের কয়েকমাস সুন্দর সংসার চলছিল তাদের। কিন্তু কিছুদিন পূর্বে স্বামী ক্যার্ভাড ভ্যান হেলপারের কাজে অন্যত্র গেলে সুযোগ বুঝে শ্বশুর তাহার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে বাড়ির বাহিরে গিয়ে মোবাইল ফোনে কু-প্রস্তাব দেয় ও লোভ লালসা দেখায় এতে পুত্রবধুর সম্মতি না পেয়ে হাত ও কাপড় ধরে টানা হেচড়া করে।
এলাকাবাসী আবুল হাশেম, মনির হোসেন বলেন, বিষয়টি জানাজানির পর শ্বশুরের এমন কর্মকান্ডের বিরুদ্ধে এলাকার গণ্যমান্যরা সামাজিকভাবে বিচারে ব্যবস্থা করলে শ্বশুর বিচারে না এসে নামে থানায় গিয়ে উল্টো ছেলে ও পুত্রবধু এবং সমাজের লোকজনের বিরুদ্ধে অভিযোগ জানায়।
স্বামী ইউসুফ জানান, তিনি চাকুরীর সুবাধে বাড়ির বাহিরে থাকার কারণে বাবা তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে উল্টো তাদেরকে ফাঁসানোর চেষ্টা করলে পরে তারা থানায় হাজির হয়ে পিতার নামে অভিযোগ করতে বাধ্য হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনায় সমাজের লোকজনের উপস্থিতিতে পুত্রবধু থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।শ্বশুর আব্দুর রাজ্জাকের কু-প্রস্তাবের কলরেকডিং শুনে বিষয়টি প্রমানিত হওয়ায় মঙ্গলবার আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।