• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দ্বৈত কর-এ দিশেহারা লামা আলীকদমের কৃষক দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত আমের রাজধানী খ্যাত যশোরের শার্শা উপজেলার বেলতলা আম বাজারে নামেই পরিচিত কাপ্তাইতে বড়শিতে ধরা পড়ল ২৬ কেজি ওজনের কোরাল মাছ পারিবারিক কলহের জেদ ধরে ৩ জনের বিষপান আলীকদমে সেনা অভিযানে গুইমারাতে ১১০ লিটার মদসহ ২জন আটক ৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০০ ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা মানিকছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার মানিকছড়িতে দরিদ্র জেলের মাঝে ছাগল বিতরণ মহেশখালীর নতুন এসিল্যান্ড মোহাম্মদ সাদাত হোসেন রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত  পানছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ

প্রভাষক মোহাম্মদ নুরুল আবছারের রচনায় প্রকাশিত হলো এইচএসসি এন্ড এলিম ইংলিশ টেক্সট বুক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১৪৫ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: 

ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ও আলিম ১ম বর্ষ  শিক্ষার্থীদের জন্য “HSC & Alim English Text Book Vocabulary & Passage Analysis” নামে একটি বই প্রকাশ করেছেন রাঙামাটির  কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ইংরেজি বিভাগের  প্রভাষক  মোহাম্মদ নুরুল আবছার। সম্প্রতি কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার মাহাবুব আহমেদ শাহজালাল, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

প্রভাষক মোহাম্মদ  নুরুল আবছার এই প্রতিবেদকে বলেন,  বইটি একটি অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় সংযোজন। নতুন সিলেবাসের আলোকে তৈরি এই বইটি শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করবে।

তিনি আরোও বলেন,  বইটি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এছাড়া

Text Book বিশ্লেষণ: প্রতিটি ইউনিটের গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ, Synonym ও Antonym এর বিশাল সংগ্রহ সংযোজন করা হয়েছে।

Parts of Speech: প্রতিটি শব্দের পাশে Parts of Speech উল্লেখ করা হয়েছে এবং নির্ধারণের জন্য কার্যকর টিপস দেওয়া হয়েছে।

Passage ও গল্পের অনুবাদ ও সারসংক্ষেপ: গুরুত্বপূর্ণ Passage এবং Text Book এর গল্পগুলোর সহজ অনুবাদ ও সারসংক্ষেপ প্রদান করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

শিক্ষণ কৌশল: Short Question, Summary এবং Flow Chart লিখার কৌশল উল্লেখ করা হয়েছে, যা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।

নমুনা প্রশ্ন ও গাইডলাইন: বিভিন্ন ধরণের নমুনা প্রশ্ন এবং সেগুলোর উত্তর কিভাবে লিখতে হবে তার বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে।

নৌবাহিনী স্কুল এন্ড  কলেজ কাপ্তাই-এর অধ্যক্ষ কমান্ডার মাহাবুব আহমেদ   শাহজালাল   বলেন, “এই বইটি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখবে। প্রতিটি শব্দ ও পাঠ বিশ্লেষণ শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে। এই ধরনের শিক্ষামূলক উদ্যোগকে আমরা সর্বদা স্বাগত জানাই।”

উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, “প্রভাষক  মোহাম্মদ নুরুল আবছার এর  এই বইটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ  বই হতে পারে, কেন না  এর  শব্দভান্ডার, অনুবাদ, এবং লেখার কৌশল শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে সহজ করবে এবং ভাষাগত দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ