• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিপন ত্রিপুরাকে সভাপতি ও দীপক ত্রিপুরা কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত গোয়ালন্দে  খাজনা আদায়ে বাঁধার ও চাদার দাবী অভিযোগে সংবাদ সম্মেলন কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল প্রদান রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিকল্প আয়ের মাধ্যমে জলাশয়ের মাছের ভারসাম্য রক্ষার উদ্যোগ শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে…. চরমোনাই পীর রাজবাড়ীতে প্রবাসীকে কুঁপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার লংগদুতে ৩৭ বিজিবির জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষকে সংর্বধনা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কাপ্তাই বিজিবি

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৯৩ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: 

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জানুয়ারি) রাঙামাটির  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে  আন্দোলনে আহত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকার মো: ইউসুফ আলীর পুত্র  নবাব শরীফ সাজিব (২৫) কে  উন্নত চিকিৎসা ও চলমান অধ্যবসায় সম্পন্ন করার লক্ষ্যে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আর্থিক অনুদান  তুলে দেন ৪১ বিজিবি( কাপ্তাই ব্যাটালিয়ন) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ  তানজিলুর রহমান ভুইঞা।

এসময় তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন অধিনায়ক । আর্থিক অনুদান প্রদানকালে এসময় বিজিবির পদস্থ কর্মকর্তা এবং আহত সাজিব এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়  সিলেট শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  এর ভিসি’র বাসভবনের সামনে গোলাগুলিতে ৬টি গুলি ডান হাতে ও ১টি গুলি  মাথার ডান পার্শ্বে লেগে গুরুতর আহত হন সাজিব। বর্তমানে সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শন পূর্বক বিজিবি উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ