ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাজেক ইউনিয়নে ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হত দরিদ্র ও দুস্থ পাহাড়ী পরিবারের মাঝে ২০০ জন পাহাড়ী জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি, অধিনায়ক ৬ইস্ট বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার এবং মেজর তালুকদার অনন্ত ইবনে আলম ক্যাপ্টেন মোঃ মিসবাহ উজ্জামান উপস্থিতিতে বেতবুনিয়া,উজানছড়ি, চাইল্যাতলী , চম্পাতলী পাড়ার মধ্যে – দুইশত স্থানীয় পাহাড়ি জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন। এতে আরো উপস্থিত ছিলেন,এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকা অনান্য অঞ্চল থেকে আবহাওয়া একটু ব্যতিক্রম হওয়ায় রাতের সময় অধিক কনকনে শীত পড়ে। তাই অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে থাকার জন্য পূর্বের ন্যায় এ ধরনের উদ্যোগ নিয়েছে বাঘাইহাট সেনা জোন। ভবিষ্যতেও এ ধরনের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।