• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীদের গণমিছিল  মাটিরাঙার বড়নালে ঐতিহ্যবাহী ‘ধ’ খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠি রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক     

বছর বিদায়-বরণে মুখরিত কাপ্তাই, পর্যটনে নতুন হাওয়া

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৮১ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

 

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

জুলাই – আগস্টের ধাক্কা সামলিয়ে বছরের শেষ দিন এবং নতুন ইংরেজি নববর্ষকে বরণ উপলক্ষে পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙামাটির রূপসী কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।

গতকাল মঙ্গলবার(৩১ ডিসেম্বর) এবং বুধবার(১ জানুয়ারি) কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। বলতে গেলে বছরের শেষ দিনে কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটেছে।

সরেজমিনে মঙ্গলবার বিকেল ৩ টায় গিয়ে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁয় অসংখ্য পর্যটক। এসময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সাথে কথা হয়। তিনি বলেন, আমরা স্কুলের শিক্ষকরা এবং তাঁদের পরিবার মিলে কাপ্তাইয়ের বিভিন্ন স্পটে বেড়াতে এসেছি। আসলে কাপ্তাই খুবই সুন্দর জায়গা। এখানে প্রতিটি পড়তে পড়তে সৌন্দর্য লুকিয়ে আছে।

এদিকে এদিন বিকেল ৪ টায় কাপ্তাই নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইসে গিয়ে দেখা যায় এখানেও অসংখ্য পর্যটক। এসময় চট্টগ্রাম মহানগর এলাকার আগ্রাবাদ হতে বেড়াতে আসা ব্যবসায়ী দম্পতি ইকবাল -নুসরাত বলেন, এইবার বছরের শেষ দিনে পরিবার পরিজন নিয়ে আমরা কাপ্তাইয়ের লেক প্যারাডাইসে ঘুরতে এসেছি। অনেক ভালো লাগছে আমাদের।

অন্যদিকে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজে গিয়ে দেখা যায়, এখানেও পর্যটকদের উপচে পড়া ভীড়। এসময় পরিবার নিয়ে ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। এসময় তিনি বলেন, প্রকৃতি তাঁর আপন মাধুরি দিয়ে সাজিয়েছে কাপ্তাইকে। কাপ্তাইয়ের সবুজ পাহাড়, অনিন্দ্য সুন্দর কাপ্তাই লেক, লুসাই কন্যা কর্ণফুলির অপরুপ সৌন্দর্য আমাদের হৃদয়কে প্রফুল্লিত করেছে।

 

নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ এর ম্যানেজার মাসুদ তালুকদার বলেন, গত সপ্তাহ হতে আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের পড হাউজ গুলো কোন খালি নেই৷ বছরের শেষ দিনে প্রচুর পর্যটক এসেছে কাপ্তাইয়ে।

কাপ্তাই বনশ্রী পর্যটন কমপ্লেক্সের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী বলেন, সংকট কাটিয়ে কাপ্তাই পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে।

এ ছাড়া কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র , লেকশোর, লেকভিউ, রিভার ভিউ সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বছরের শেষ দিন এবং নতুন বছরের শুরুতে প্রচুর পর্যটকের দেখা মিলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ