• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ মো. আরাফাত এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত

হাবিব আজম ব্যুরো প্রধান, রাঙ্গামাটিঃ / ১২২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

হাবিব আজম ব্যুরো প্রধান, রাঙ্গামাটিঃ

আজ (২৩ ডিসেম্বর) সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ও সর্বশেষ শহীদ মো. আরাফাত (১২) এর রুহের মাগফেরাত কামনায় রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে দুপুর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় ।

শহীদ মো. আরাফাত (১২) মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাদরাসা থেকে নাজেরা শেষ করেন আরাফাত। পবিত্র কোরআন শরীফের তিন পারা মুখস্থ করেছিলেন তিনি। এরপর কিতাব বিভাগের এবতেদিয়ায় অধ্যয়নরত ছিলেন।
গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর তাকে প্রথমে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়া হয়। এরপর নেয়া হয় কুর্মিটোলায়। সেখান থেকেও তাকে ফেরত দিলে পরবর্তীতে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। তিন মাস হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন থাকার পর ২২ ডিসেম্বর তিনি মৃ’ত্যুবরণ করেন। শহীদী মিছিলে যোগ দেন আমাদেরকে ছেড়ে।
ঘাতক বুলেট শহীদ আরাফাতের বাম পাজরের দিক দিয়ে ঢুকে পাজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তাঁর একটি কিডনিও নষ্ট হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য শহীদ আরাফাতকে আগামীকাল ২৪ ডিসেম্বর এয়ার এ্যাম্বুলেন্সে দেশের বাইরে নেয়ার তারিখ নির্ধারিত ছিলো। তার আগেই অনন্ত মহাকালের যাত্রায় অসীম মহাকাশের অন্তে শহীদী মিছিলে তিনি যোগ দিয়েছেন।

আয়োজনে বক্তব্য রাখেন ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম ও মিনহাজ মুর্শিদ । এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিকল্পনাকারী ০৯ দফার রচয়িতা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারী এস.এম.ফরহাদ হোসাইন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম সমন্বয়ক ওয়াহিদুজ্জামান রোমানের সঞ্চালনায় আয়োজনটি অনুষ্ঠিত হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ