• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা গোয়ালন্দে বৃহৎ পরিসরে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন  গোয়ালন্দে হাসপাতালে রোগীর চাপ, হিমশিম ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মানিকছড়িতে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ ক্যান্সার চিকিৎসা ও দরিদ্র কন্যার বিয়েতে হাফিজ আহমেদের অনুদান দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা

বড়দিনকে সামনে রেখে চন্দ্রঘোনা খ্রীস্টান পল্লীতে উৎসবের আমেজ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১৫২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর খ্রীস্টান সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিন।

শুভ বড়দিনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল সহ হাসপাতাল পল্লীতে উৎসবের আমেজ বিরাজ করছে। সমগ্র এলাকাটিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায় অপরূপ আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে সমগ্র এলাকাটিকে। এছাড়া আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সকালে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেককাটা সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এদিকে গত ১৯ ডিসেম্বর সানডে স্কুলের ছেলেমেয়েদের কীর্তন ও উপহার বিনিময়ের মাধ্যমে শুরু হয়েছে চন্দ্রঘোনা খ্রীস্টান পল্লীতে বড়দিনের উৎসব এর আয়োজন।

এছাড়া গত ২০ ডিসেম্বর মহিলা সমিতির কীর্তন ও উপহার বিনিময় এবং একই দিনে হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট এর উদ্যোগে অনুষ্ঠিত হয় কীর্তন ও উপহার বিনিময় অনুষ্ঠান।

এদিকে গত ২১ ডিসেম্বর মিশন হাসপাতাল এলাকার যুব সংস্থার উদ্যোগে কীর্তন ও উপহার বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা বলেন, বড়দিনকে ঘিরে ইতিমধ্যে চন্দ্রঘোনা মিশন এলাকায় গত কয়েকদিন আগ হতে বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, প্রতিবারের ন্যায় এই বছরেও শুভ বড়দিনকে ঘিরে হাসপাতাল এলাকায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। শুভ বড়দিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য মঙ্গল বয়ে আনুক সেই কামনা করছি।

চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক বিজয় মারমা বলেন, আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে চার্চে সমবেত প্রার্থনা, কেক কাটা এবং ক্রীস্টিয় সঙ্গীত পরিবেশন করা হবে।

এদিন কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুইঞা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ উপস্থিত থেকে বড়দিনের শুভেচ্ছা জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ