• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিপন ত্রিপুরাকে সভাপতি ও দীপক ত্রিপুরা কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত গোয়ালন্দে  খাজনা আদায়ে বাঁধার ও চাদার দাবী অভিযোগে সংবাদ সম্মেলন কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল প্রদান রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিকল্প আয়ের মাধ্যমে জলাশয়ের মাছের ভারসাম্য রক্ষার উদ্যোগ শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে…. চরমোনাই পীর রাজবাড়ীতে প্রবাসীকে কুঁপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার লংগদুতে ৩৭ বিজিবির জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষকে সংর্বধনা

কাপ্তাই শিশু নিকেতন স্কুলে মহান বিজয় দিবস ও জোন কমান্ডার্স স্কলারশীপ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১২৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক পরিচালিত কাপ্তাই শিশু নিকেতন স্কুল এ মহান বিজয় দিবস ও জোন কমান্ডার্স স্কলারশিপ ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৬ ডিসেম্বর) উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার ও অটল ছাপ্পান্ন এর অধিনায়ক লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি,।

উক্ত অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে কাপ্তাই উপজেলার ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কাপ্তাই শিশু নিকেতন স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা বিজয় দিবস প্যারেড এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। পরবর্তীতে জোন কমান্ডার, জোন কমান্ডার্স স্কলারশিপ এ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর’২৪ ইং তারিখ “জোন কমাণ্ডার’স স্কলারশিপ’২৪ প্রতিযোগিতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কাপ্তাই উপজেলা সহ আশপাশের উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকেও শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল।স্কলারশিপ অনুষ্ঠিত হয় দুইটি বিভাগে।’ক’ বিভাগ- ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি এবং ‘খ’ বিভাগ – ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত। উক্ত প্রতিযোগিতায় স্কুল ও মাদ্রাসাসহ অংশ গ্রহণ করেছিল ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ২৮ টি স্কুল ও মাদ্রাসা থেকে ২ বিভাগে মোট ৮৯ জন বৃত্তি পেয়েছে। এছাড়া ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৮৩ জন। ট্যালেন্টপুল হতে ‘ ক ‘ বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে অন্যতম সেরা শিক্ষার্থী হয়েছে ‘শিশু নিকেতন স্কুল, কাপ্তাই’ এর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিশারদ তঞ্চঙ্গা। ‘খ’ বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল কাপ্তাই এর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অভিজ্ঞ চাকমা। মোট ২৯ জন শিক্ষার্থী স্কলারশিপস্কলারশিপ পেয়ে সেরা স্কুল হিসেবে ১ম স্থান অধিকার করেছে ‘শিশু নিকেতন স্কুল, কাপ্তাই।’১৮ জন শিক্ষার্থী স্কলারশিপ পেয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এণ্ড কলেজ, কাপ্তাই ২য় সেরা স্কুলের পুরষ্কার অর্জন করেছে। উক্ত অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সবাইকে কাপ্তাই জোনের জোন কমান্ডার মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি জোন কমান্ডার্স স্কলারশিপে বিভিন্ন বিভাগে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ