রাঙ্গামাটি প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ ইং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখা এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে যথাযথ সম্মান ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
সকালে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং পিসিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি পৌর শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনির এর নেতৃত্বে শহীদদের স্মরণে প্রেসক্লাবের সামনে থেকে র্যালি সহকারে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্প স্তবক অর্পন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ সাব্বির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান এবং পিসিএনপি রাঙামাটি পৌর শাখার সভাপতি মোঃ ইব্রাহিম।
পুষ্প স্তবক অর্পনের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ এর সকল শহীদদের স্মরণ করা হয় এবং তাদের জন্য দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে পিসিসিপি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা এবং রাঙামাটি পৌর শাখাসহ সকল স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।