• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

প্রত্যন্ত অঞ্চলের গরীব দু:খীদের সেবা দিয়ে যাচ্ছেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল-লে: কর্নেল নুর উল্লাহ জুয়েল

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১০৬ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি বলেন, প্রত্যন্ত অঞ্চলের গরীব দু:খীদের সেবা দিয়ে যাচ্ছেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। এই হাসপাতালের যথেষ্ট সুনাম রয়েছে। এই অঞ্চলের সাধারণ মানুষ যখন স্বাস্থ্য সেবা নিয়ে বিপদে পড়ে, তখন তাঁরা ছুটে আসেন এই হাসপাতালে।

তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ তম বর্ষ পদার্পন এবং হাসপাতাল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা, বেস্ট স্টাফদের পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শনিবার ( ৮ ডিসেম্বর) বিকেল ৪ টা হতে হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে হাসপাতালের চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে ডা: শৈওয়াইগী ও ডা: রাজীব শর্মার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমা। আলোচনার শুরুতে প্রার্থনা সভা পরিচালনা করেন পালক স্টিফেন জে মিত্র। পরে রাত ৯ টা অবধি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত: পার্বত্যঞ্চল সহ আশেপাশের মানুষের দৌড় গৌড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার লক্ষ্যে ১৯০৭ সালে কর্ণফুলি নদীর কোল ঘেষে এই হাসপাতালটি প্রতিষ্ঠা লাভ করে। এই বছর হাসপাতালটি ১ শত ১৮ বছর পা রাখলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ