শফিক ইসলাম, মহলছড়ি প্রতিনিধি :
১১ নভেম্বর সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলাধীন ২নং মুবাছড়ি ইউনিয়নের মনাটেক গ্রামে মনাটেক যাদুগানালা মৎস চাষ সমবায় সমিতি লিঃ এর আমন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা উপস্থিত হন। এ সময় মৎস চাষ সমবায় সমিতির পক্ষ থেকে পার্বত্য বিষয়ক উপদেষ্টা কে সংবর্ধনা প্রদান করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনাটেক যাদুগানালা সমবায় সমিতি লিঃ এর সভাপতি রত্ন উজ্জল চাকমার সভাপত্বিতে উক্ত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিন ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মোঃ মুশফিকুর রহমান, যুগ্ম সচিব কনকন চাকমা, মাননীয় উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা খাীসা, মাননীয় উপদেষ্টার তথ্য অফিসার মোঃ রিজয়ান খান, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র দাস, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, সাবেক মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ২নং মুবাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পী খীসা, হেডম্যান কারবারি প্রমুখ।
উল্লেখ্য মাননীয় পার্বত্য উপদেষ্টা রাঙ্গামাটি থেকে স্পিডবোটযোগে ১২:০০ ঘটিকায় মহালছড়িতে আগমন করেন। সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে তিনি মনাটেক যাদুনালা মৎস্য চাষ সমবায় সমিতি লিঃ এর বাঁধ পরিদর্শন করেন।