শফিক ইসলাম-মহালছড়ি প্রতিনিধি
২ নভেম্বর(শনিবার) সকাল ১০ ঘটিকায় শুরু হওয়া ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উৎযাপন শুরুতেই মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় পাতাকা ও সমবায় বিভাগের পতাকা উত্তোলন করা হয়।
সারা দেশের ন্যায় সকাল ১০ টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় বিভাগের পতাকা উত্তোলন শেষে আনন্দ র্যালী অনুষ্টিত হয়। র্যালীটি বিদ্যালয় প্রাঙ্গন হতে শুরু হয়ে মহালছড়ি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’কে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে পালন করা হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।
র্যালী শেষে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত ইউএনও) জনাব সুজন চন্দ্র রায়, বিশেষ অতিথী হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম খাঁন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ শাহাদাৎ হোসেন সহ মহালছড়ি থানার কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,গীতা ও ত্রিপিটক পাঠ করেন মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ আলমগীর হোসেন। তিনি সমবায় সুফল গুলো বর্ণনা করেন এবং দেশকে এগিয়ে নিতে বৈষম্য যাতে না হয় সে লক্ষ্য কাজ করার অঙ্গীকার বদ্ধ হোন, ওনার অবস্থানে উপজেলা সমবায় অধিদপ্তরের কর্মকান্ডে সুফল ও কার্যকারিতা তুলে ধরেন। যারা নতুন করে সমবায় সমিতি করে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে আগ্রহী তাদেরকে যোগাযোগ করা অনুরোধ করেন।
স্বাগত বক্তব্য শেয়ে আলোচনা সভায় ক্যায়াংঘাট পানি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মনোতোষ চাকমা বলেন,তিনি ২০১৫ সালে প্রধান শিক্ষকের চাকরী থেকে অবসর গ্রহণে পর থেকে এই সমিতি গঠন করেন ২০০+ সদস্য নিয়ে, বর্তমানে তারা সুমিয় পানি,ক্ষুদ্র ঋণ,অবকাঠামো উন্নয়ন সহ সামাজিক নানান কাজে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন, ইতি মধ্যে তাদের সমিতিটি বেশ কটি সম্মাননা পুরস্কার ও পেয়েছেন।
মহালছড়ি মৎস সমবায় সমিতির সিনিয়র সহ সভাপতি ও অকপটে সমবায়ের উপকারিত স্বীকার করে বলেন তারা সমবায় অধিদপ্তরের সহযোগিতা নিয়ে নিজেদের উপজেলা চাহিদা মিটিয়ে দেশের প্রান্তিক পর্যায়ে মাছ সরবরাহ করে দেশ ও জাতীর কল্যানে নিয়মিত কাজ করছে, প্রতি সিজনে তারা ৩ কোটি টাকা প্রায় কর প্রদান করে থাকেন যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেন লক্ষ্য করেন যে আলোচনা সভায় নারীর সংখ্য খুবই কম, উনি উপজেলা সমবায় অধিদপ্তরের প্রতি অনুরোধ করেন যে বৈষম্য বিরুধী বর্তমান বাংলাদেশে নারী পুরুষের সংখ্য হবে সমান সমান তাই ৫৪ তম সমবায় দিবসে নারী সমিতির উপস্থিতির জন্য সর্বাত্মক চেষ্টা করেন ও নারী সমিতি গঠনে সহযোগিতা করেন।
এছাড়াও মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি ও অন্যন্যা সমিতির বক্তারা সহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভার সঞ্চালনা করেন মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সুইহ্লাঅং রাখাইন পিপলু।