ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে ঢাকা ইপিআই সদর দপ্তর এর আয়োজনে এবং খাগড়াছড়ি সিভিল সার্জন এর বাস্তবায়নে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম এ ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসন নাজমুন আরা সুলতানা।
আজ ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী
টিকাদান এ ক্যাম্পেইন চলবে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীদের প্রথম ২ সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। পরবর্তীতে যেসব কিশোরী ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনা মূল্যে এইচপিভির টিকা বিনা মূল্যে প্রদান করা হবে জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধ করার লক্ষ্যে।
টিকাদান কর্মসূচীতে সভাপতিত্ত্ব করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: মো. ছাবের।
এসময় তিনি বলেন, নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে থেকে টিকার ডোজ গ্রহণ করতে পারবে। সরকারি বিনামূল্যে এ টিকা দান কর্মসূচি থেকে কেউ যেন বাদ না যায় এব্যাপারে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
টিকা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াস্মিন আর বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল, খাগড়াছড়ি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক উদ্দিন মোসলেম উদ্দিন।
পরে খাগড়াছড়ি সরকারি হাই স্কুলের রেজিস্ট্রেশন কৃত ৪০০ জন ছাত্রীকে টিকা প্রদান করা হয়।