ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ‘নিসচা’ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে বর্নাঢ্য র্যালি বের করে শরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পৌর শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপর দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ খাগড়াছড়ি সার্কেলের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে “জাতীয় নিরাপদ সড়ক নিরাপদ দিবস” উপলক্ষ্যে জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান উপস্থিত থেকে সেমিনার এর উদ্বোধন করেন।