ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে জেলা বিনপির উদ্যোগে সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের সম্প্রীতি নষ্ট করতে একটি মহল পায়তারা চালাচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে আহ্বান জানান। পাশাপাশি সহসা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারাই কেবল ব্যাপক দেশের সংস্কার করতে পারে।
তিনি আরও বলেন, একই সাথে পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি নেতাকর্মীদের জনগণের সাথে ভালো ব্যবহার করারও পরামর্শ দেন তিনি।
সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মংশোতোয়াই মারমা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে জেলার নয়টি উপজেলার সাংগঠনিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।