আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি
আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়ার উপস্থিতিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি রোধে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এতে ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যরা স্কুল শিক্ষার্থী ও যুব রেড ক্রিসেন্ট সদস্যসহ উপস্থিত অতিথিদের মাঝে সচেতনতা বিষয়ক কলাকৌশল প্রদর্শন করেন।
পরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা মো. আবদুর রাশেদ, উপজেলা প্রকৌশলী মো. মহব্বত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, খাদ্য কর্মকর্তা জুলিয়াস চাকমা, পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা প্রমূখ।