রাজবাড়ীর গোয়ালন্দে আনোয়ারা বেগম আনু বাড়ীওয়ালী (৪০) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে প্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ২শত টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ৫ নং ওয়ার্ডের পোড়াভিটা এলাকার মৃত রমজান শেখের মেয়ে।শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এক এজাহারে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এজহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান আকন্দসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাহার বসত ঘরের খাটের নিচ থেকে একটি সিমেন্টের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল ও তাহার কাছে থাকা মাদক বিক্রির নগদ ৫হাজার ২শত টাকাসহ আনোয়ারা বেগম আনু বাড়ীওয়ালীকে গ্রেপ্তার করে। সে দির্ঘ দিনযাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে।এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।