আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রবীণ পল্লী চিকিৎসক ও কেন্দ্রীয় রাজশ্যামা কালি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা শংকর মল্ল মঙ্গলবার রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর দুই সন্তানের মধ্যে কন্যা ব্যাংকার ও পুত্র সমবায় অফিসে কর্মরত। স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
তিনি দীর্ঘ ৫০ বছর বাজারে পল্লী চিকিৎসায় ব্রত ছিলেন। এছাড়া তিনি বাজার পরিচালনা কমিটি, পল্লী চিকিৎসক সমিতির দায়িত্বের পাশাপাশি সনাতনী বিভিন্ন মন্দিরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকাল তিনি মানিকছড়ি পল্লীমঙ্গল সমাজের সভাপতি ছিলেন।
তাঁর মৃত্যুতে উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি অমর কান্তি দত্ত, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, উপজেলা গ্রাজুয়েট ফোরামের সভাপতি মো. শহীদুল ইসলাম মোহন ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ও রাজশ্যামা কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল দেয়ানজী, শংকর মঠ পরিচালনার উপদেষ্ঠা দ্বিপন কর্মকারসহ অনেকে শোক ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বুধবার দুপুরে সদর ইউপি সংলগ্ন মুসলিম পাড়া স্কুলের পাশে নিজ বাড়িতে পারিবারিক শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।