আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের নামার পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নুরজাহান আক্তার (৪২)কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৭ অক্টোবর সোমবার সকালে সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করায় নুরজাহান আক্তার(৪২) কে অভিযুক্ত করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(ছ) ধারায় ৫০,০০০ টাকা জরিমানা আদায় করেন। সে একই ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকার মৃত মো: নুরুজ্জামান এর কন্যা। এছাড়াও কুমারী এলাকায় ভোলাছোলা নামক স্থানে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। যা যথাযথ পদ্ধতিতে নিলাম করা হবে জানান সহকারী কমিশনার শাহিনা নাছরিন।