শফিক ইসলাম, মহলছড়ি প্রতিনিধি:
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৯ ব্যাচ এর পক্ষ থেকে সাস্প্রতিক মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরণ করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে ৯৯ ব্যাচের ব্যবসা ও চাকরীরত অদ্য বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় অর্থ সংগ্রহ পরবর্তী এ কার্যক্রম সম্পূর্ণ করা হয় মহালছড়ি উপজেলায়।
এই উদ্দ্যোগ বাস্তবায়নে সার্বিক ভাবে কাজ করেন ‘৯৯’ ব্যাচের সাবেক শিক্ষার্থী সমন্বয়ক ছানোয়ার হোসেন,শহীদুল ইসলাম বকুল,হ্লাচিং মং চৌধুরী,রানা বড়ুয়া প্রমুখ।
এই কার্যক্রম মহালছড়ি ২৪ মাইল এলাকা থেকে শুরু হয়ে চেংঙ্গী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল চট্রগ্রাম পাড়া,চৌংড়াছড়ি মুখ,কাটিং টিলা,চৌংড়াছড়ি,লেমুছড়িতে গিয়ে শেষ হয়।
এ বিষয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ এক ভুক্ত ভুগির সাথে কথা বললে তিনি নগদ অর্থ ও ত্রাণ পেয়ে খুবই আনন্দিত ও উপকারিত হন বলে ব্যক্ত করে করেন এবং উক্ত ব্যাচের জন্য সমৃদ্ধি কামনা করেন।