• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে- ব্যারিস্টার মীর মো: হেলাল উদ্দিন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  জেএএফএস’র সহযোগিতায় মাইসছড়িতে ত্রাণ পেলো এক হাজার পরিবার রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ

বিচার বহির্ভূূত হত্যাকান্ড বন্ধের দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ স্কুল-কলেজে শ্রেণী কার্যক্রম বন্ধের ডাক

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ / ৮৭ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ

সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ এবং ধন রঞ্জন চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা’র হত্যাকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে আজ থেকে ৩দিন স্কুল, কলেজে শ্রেণী কার্যক্রম বর্জনের ডাক দেওয়া হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’র ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে শুরু হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক হয়ে উপেেজলা পরিষদ প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের সামনে এসে পথসভা করে শিক্ষার্থীরা। পথসভায় বক্তব্য রাখেন, শিক্ষার্থী অংসালা মারমা, আনুুচিং মারমা, এনুচিং মারমা ও সুজন ত্রিপুরা।

পথসভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এখন পর্যন্ত যতগুলো গণহত্যা সংগঠিত হয়েছে তার কোনো সুষ্ঠ তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামীতেও পারবে কিনা তা সন্দেহ রয়েছে। কেননা, সাম্প্রতিক সময়েয় সাম্প্রদায়িক হামলায় চারজন নিহতের ঘটনার প্রায় দশ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এ ঘটনার সাথে জড়িতদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। তাছাড়া পাহাড় আর সমতল একই দেশে দুই শাসন ব্যবস্থা চলতে পারে না উল্লেখ করে দ্রæত পাহাড় থেকে সেনা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।

পথসভা থেকে ১-৩ অক্টোবর তিন পার্বত্য জেলার সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বর্জনের ঘোষণা দেয়া হয়। সেই সাথে হত্যাকান্ডের সাাথে জড়িতদের দ্রæত সময়ের মধ্যে গ্রেপ্তার পূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে, আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ