আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জি.ও.সি মেজর জেনারেল মো. মাইনুর রহমান বলেছেন, ‘পার্বত্যাঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবতার সেবায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে সেনাবাহিনী। দেশের যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমাদের সকলকে এগিয়ে আসা প্রয়োজন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যে কোন দুর্যোগ মোকাবেলা সম্ভব’।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ন এলাকা ফটিকছড়ির ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন সহায়তা বিতরণকালেএসব কথা বলেন, ২৪ পদাতিক ডিভিশনের জি.ও.সি মেজর জেনারেল মো. মাইনুর রহমান।
এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও অন্তত ৫শতাধিক অসহায়, হত-দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, কৃষিপণ্য (সার-বীজ) বিতরণ করেন। এছাড়াও ৮শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। পুনর্বাসন সুবিধাপ্রাপ্ত পরিবারগুলো সেনাবাহিনীর এই মহতি উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল তাজুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীসহ সামরিক ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।