আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনে সরকারি শিক্ষক পদায়ন বন্ধ, শিক্ষা কমিশন গঠনসহ সকল বৈষম্য দূরীকরণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা।
২৪সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১-১২ টা শ্রেণীকার্যক্রম বন্ধ রেখে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল-মাদরাসার দেড় শতাধিক শিক্ষক-কর্মচারীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনে সরকারি শিক্ষক পদায়ন বন্ধ, শিক্ষা কমিশন গঠনসহ সকল বৈষম্য দূরীকরণে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফার উপস্থিতিতে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এম.কে. আজাদ, মো. বশির আহম্মদ, সুপার মাও. বেলাল উদ্দীন প্রমূখ।
বক্তারা বলেন, মাধ্যমিক স্তরে এখনও ৯৭% শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি! এসব প্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষকের বেতন, চিকিৎসা ভাতা, বাড়ী ভাড়াসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা সরকারী শিক্ষকদের তুলনায় অনেক বৈষম্য! শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ একাডেমি ও প্রশাসনিক কাজে দক্ষ ও প্রশিক্ষিতদের কর্মকর্তাদের(৬ষ্ঠ গ্রেডভুক্ত) পদোন্নতি ও পদায়ন না করে সেক্ষেত্রে সরকারি স্কুলের সিনিয়র শিক্ষকদের পদায়ন করলে প্রশাসনিক কাজে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে! মাঠ পর্যায়ে এক দশকের অভিজ্ঞ ও প্রশিক্ষিত সেসিপ( SESIP)এর জনবল রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়াসহ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাখাতের বৈষম্যের নিরসন এখন সময়ের দাবী। দ্রুত এসব সংকট নিরসনে অন্তর্বতী সরকারের শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি প্রয়োজন।
পরে এসব দাবী-দাবা সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট প্রেরণ করা হয়। ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া তা গ্রহন করে প্রেরণের আশ্বাস দেন।