• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাইসছড়িতে মহালছড়ি উপজেলার বিএনপির দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার উপহার বাবদ এক লাখ টাকা আর্থিক অনুদান মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতিতে ভাবগাম্ভীর্যে নানা উপাচারে খাগড়াছড়িতে অষ্টমী পূজা পালিত খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  লংগদুতে পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় মহালছড়ি এক যুবকের মর্মান্তিক মৃত্যু ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে তিনটি পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস সাজেকে পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন

জাতীয়করণের দাবীতে মাটিরাঙায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: / ১৮৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়ি : বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে সারাদেশের ন্যায় মানব বন্ধন করেছে খাগড়াছড়ির মাধ্যমিক স্তরের শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ববেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে মাটিরাঙা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরীফুল ইসলাম বিদ্যুৎ, তবলছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আবছার হোসেন ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিন আল হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

মাধ্যমিকস্তর জাতীয়করণের প্রতি পুর্নাঙ্গ সমর্থন জ্ঞাপন করে মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরীফুল ইসলাম বিদ্যুত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে মাধ্যমিক শিক্ষাকে বাঁচাতে সরকারের প্রতি দাবি জানান। মাঠ প্রশাসনের ১০ থেকে ২২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেসিপ কর্মকর্তাদের রাজস্ব খাতে স্থানান্তরে অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ বলেন, শিক্ষাব্যবস্থায় সকল বৈষম্য দূর করে জাতীয়করণ করা, পাহাড়ী ভাতা অন্তর্ভুক্তকরন ও ইএফটির মাধ্যমে বেতন পরিশোধসহ শীঘ্রই যুগোপযোগী একটি কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা তিনি।

মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম ও আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ