আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সাম্প্রতিক সময়ে সৃষ্ট পাহাড়ি-বাঙ্গালি দাঙ্গা হাঙ্গামায় সাম্প্রদায়িক ও উশৃংখল পরিস্থিতি নিরসনে জনপদে সম্প্রতির বন্ধন সুদৃঢ় করতে জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে নেমেছে। যার ফলে ২৩ সেপ্টেম্বর সোমবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ও গচ্ছাবিল এলাকায় পৃথক পৃথক সম্প্রীতি সভা অনুষ্টিত হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিনের উপস্থিতিতে উল্লেখিত এলাকায় অনুষ্ঠিত সভায় বিএনপি নেতৃবৃন্দ, পাড়া প্রধান, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ পাহাড়ি, বাঙালিরা উপস্থিত থেকে অসাম্প্রদায়িক চেতনা সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
এতে করে জনপদে সম্প্রীতির বন্ধন গাঢ় হওয়ার প্রত্যয় নিয়ে কাজ করবেন সকলে এ আশা করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ পাহাড়ি, বাঙালিরা।