আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় পাহাড়ি-বাঙ্গালীদের মধ্যে সৃষ্ট দাঙ্গা হাঙ্গামাকে সৃষ্ট মতভেদ ভূলে অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি সমাবেশ করছে পুলিশ প্রশাসন।
২২ সেপ্টেম্বর রোববার দুপুর সাড়ে ১২টায় সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে জনপ্রতিনিধি, বিভিন্ন পাড়া প্রধান (কার্বারী), সর্দার, মাতবর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীদের উপস্থিতি ছিলেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো.মোশাররফ হোসেন, উপজেলা মারমা সংসদের সাবেক সভাপতি ও শিক্ষক মংশেপ্রু মারমা, কার্বারী চাইলাপ্রু মারমা প্রমূখ।
পরে বিকেলে যোগ্যাছোলা ও বাটনাতলী ইউনিয়ন পরিষদে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, কার্বারী, ব্যবসায়ীদের নিয়ে পৃথক পৃথকভাবে সম্প্রীতি সভা করেন থানা পুলিশ।