আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার পাহাড়ি-বাঙ্গালীদের মধ্যে সৃষ্ট সংঘাত, সংঘর্ষের প্রভাব তৃণমূলে ছড়িয়ে না পড়া এবং অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার লক্ষ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গোত্র প্রধান ও সাংবাদিকদের নিয়ে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সভা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা।
এতে সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, মারমা ঐক্য পরিষদ সভাপতি আপ্রুসী মারমা, কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল দেয়ানজী, শংকরমঠ মিশন উপদেষ্টা দ্বীপন কর্মকার, পার্বত্য নাগরিক পরিষদ নেতা মো. কাউচার হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি-