আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ৬জন শিক্ষককে নানা ক্যাটাগরিতে নির্বাচন করা হয়েছে। ফলে শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিষ্ঠানে সংবর্ধিত হচ্ছেন জাতির গর্ব ও মানুষ গড়ার কারিগর শিক্ষকবৃন্দ।
উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক এবার ২জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ২জন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, ১জন কাব শিক্ষক ও একজনকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত করেন। এর মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, বড়ডলু কঞ্জুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা বড়ুয়া, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে এয়াতলংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোমানা আফরোজ ও রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুনুর রশিদ, শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে মরাডলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. আবদুল হালিম ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এয়াতলংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রোমানা আফরোজের কৃতিত্বের জন্য তাকে সংবর্ধনা দেন প্রতিষ্ঠান প্রধান শিক্ষক রুখু চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী। অতিথি ছিলেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ, রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যজ মারমা, বিদ্যালয়ের প্রতিষ্ঠতা সভাপতি এসএম জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষকবৃন্দ।